প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ৬:১৪:৪২ প্রিন্ট সংস্করণ
নিউজ রুমঃ
নবীনদের জন্য কবি_নজরুল_কলেজ_পরিচিতি
বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ।
সংক্ষিপ্ত নাম:- কেএনজিসি।(KNGC)
স্থাপিত:- ১৮৭৪
অবস্থান:- পুরান ঢাকা
প্রতিষ্ঠাতা:- হাজী মুহাম্মদ মহসিন
শিক্ষার্থী :-১৭,০০০+
অধ্যক্ষ: জনাব অধ্যাপক আই.কে সেলিম উল্লাহ খোন্দকার।
*বিভাগ সমূহ – ৩টি অনুষদে আইসিটি বিভাগ সহ কবি নজরুল কলেজে বর্তমানে ১৭ টি বিভাগ চালু আছে।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ;
বাংলা,ইংরেজী,অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান ,ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,দর্শন,আরবি সাহিত্য,ইসলাম শিক্ষা
বিজ্ঞান অনুষদ;
পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান,গণিত, ভূগোল ও পরিবেশ
বাণিজ্য অনুষদ;
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা
বি:দ্র: নতুন আরো ৫টি বিভাগ খোলার অনুমোদন পেয়েছে কলেজটি। এগুলো হলো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট, উন্নয়ন শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স এবং পরিসংখ্যান।
*গ্রন্থাগার :-
শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরী রয়েছে। লাইব্রেরিতে ৪০,০০০+ টি বই ও ২০০০+ টি জার্নাল রয়েছে। লাইব্রেরী থেকে বই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।
*পরিবহন ব্যবস্থা :-
কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ২টি ডাবল ড্রেকার বাস রয়েছে।দ্রুতই আরো ২ টি ডাবল ড্রেকার বাস যুক্ত হবে।
*চিকিৎসা ব্যবস্থা:-
চিকিৎসা প্রদানে কলেজ প্রাঙ্গনে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। এটি শুধুমাত্র কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত।
*আবাসন ব্যবস্থা :-
মোট ছাত্রাবাস ১ টি
শহীদ শামসুল আলম হল।
ফরাশগঞ্জের মোহিনীমোহন দাস লেনে কলেজ ছাত্রাবাসটি অবস্থিত। স্বাধীনতা সংগ্রামে শহীদ ছাত্র, শামসুল আলমের নামে ছাত্রাবাসটির নামকরণ করা হয়েছে।
*ক্যান্টিন সুবিধা:-
কবি নজরুল কলেজে ক্যান্টিন রয়েছে।সকালের নাস্তা ও দুপুরের খাবার ক্যান্টিনে পাওয়া যায়।সরকারি ছুটি ছাড়া ৮ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকে।
*ক্লাবসমূহ সম্পাদনা:-
কবি নজরুল সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি ।
কবি নজরুল সরকারি কলেজ ডিবেটিং ক্লাব।
কবি নজরুল সরকারি কলেজ ল্যাংগুয়েজ ক্লাব।
কবি নজরুল সরকারি কলেজ সাহিত্য পরিবার।
*সহ কার্যক্রম:
কবি নজরুল কলেজে রয়েছে বিএনসিসি, রেড ক্রিসেন্ট,রোভার স্কাউট সহ বিভিন্ন কার্যক্রম।
রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ, খেলার মাঠ।
“দেখা হবে ক্যাম্পাসের সবুজ চত্বরে, নবীনদের পদচারণায় আবারো প্রাণ ফিরে পাবে ঢাকার ঐতিহ্যবাহী
শিক্ষাকেন্দ্র টি”
নবীনদের অপেক্ষায় কবি নজরুল কলেজ,
পুরান ঢাকার প্রাণ কেন্দ্রে স্বাগতম।