প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ৭:০৭:৫১ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ জেলা রিপোর্টারঃ
সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে এক নবম শ্রেণি’র শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে সোয়াইব আহমেদ (২২) নামের এক যুবককে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণি’র শিক্ষার্থী তার ১৫ বছরের মেয়ে। তার মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় সোয়াইব বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত।
করোনায় স্কুল বন্ধ থাকার সময়ে সে সোয়াইবের নানীর বাড়ীতে প্রাইভেট পড়তো। গত ৯ অক্টোবর বিকালে প্রাইভেট শেষে সোয়াইবদের বাড়ির সামনে দিয়ে বাড়িতে আসার সময় তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে রাস্তা থেকে তাদের বাড়ির রুমে নিয়ে দড়জা বন্ধ করে দেয়। এ সময় তার মেয়ে চিৎকারের চেষ্টা করলে সোয়াইব তার মুখ চেপে ধরে এবং ধর্ষণ করে।
লজ্জার ভয়ে তার মেয়ে ঘটনাটি গোপন রাখে। কিন্তু এর পরে বিভিন্ন সময় সোয়াইদ তাকে খারাপ প্রস্তাব দিলে সে বাধ্য হয়ে ঘটনাটি তার মাকে জানায়।