• Uncategorized

    নবম দশম শ্রেণিতে থাকছে না কোনো বিভাগ সংসদে বললেন শিক্ষামন্ত্রী

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২০ , ৭:০৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    শিক্ষা নিউজ ডেক্সঃ 

    আগামী ২০২২ সাল থেকে নবম-দশম শ্রেণিতে কোনো রকম বিভাগ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভাজন ছাড়াই গুচ্ছভিত্তিক কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

    বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনে এক আলোচনায় তিনি বলেন, ‘নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ বিভাজন থাকবে না। এটি কার্যকর হবে ২০২২ সালে।

    জানা গেছে, অষ্টম শ্রেণি পর্যন্ত যেমন শিক্ষার্থীরা সব বিষয় পড়ে, তেমনি আগামীতে নবম-দশমেও পড়বে সব বিষয়ই। তবে একাদশ-দ্বাদশে এই বিভাজন থাকবে। এতে মাধ্যমিক স্তরে সব বিষয়ে জ্ঞান লাভ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

    শিক্ষামন্ত্রী আরও জানান, করোনা মহামারির কারণে সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে।

    সুত্রঃ দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ