প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২১ , ৪:০২:৩৮ প্রিন্ট সংস্করণ
নতুন ভাষানচর ফুটবল প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নতুন ভাসানচর প্রিমিয়ার লিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৮ ফেব্রুয়ারী ৪টায় উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাসানচর হাজী মার্কেট সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।নতুন ভাসানচর জনতা সংঘের আয়োজনে উক্ত টুর্ণামেন্টে নতুন ভাসানচর তরুণ সংঘ ফুটবল দলের বিরুদ্ধে মাঠে নামে নতুন ভাসানচর রাইজিং ষ্টার । নতুন ভাসানচর তরুন সংঘ টাইব্রেকারে ৩ গোলে নতুন ভাসানচর রাইজিং ষ্টার ফুটবল দলকে পরাজিত করে। এ টুর্নামেন্ট অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করেন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন।
লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য জসীমউদ্দিন এর সভাপতিত্বে লুৎফর রহমান সোহেল ও মাহমুদুর হাসানের সঞ্চালনায় উক্ত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সালেহ আহমেদ বেপারী,আব্দুল মান্নান কোম্পানি, আব্দুল হামিদ মীর, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, আলাউদ্দিন মাদবর,টিপু মীর,মোতাহার হোসেন প্রমুখ।
ইউথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাযেজীদ খান জানান আমরা প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে তরুনদের মোবাইল ছেড়ে খেলার প্রতি উৎসাহিত করার জন্য মাঠ ভাড়া করে খেলার আয়োজন করে থাকি।