প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৬:৪৯ প্রিন্ট সংস্করণ
মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
পুলিশ সুপার মহোদয় ( মোসাঃ সাদিরা খাতুনের ) নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে নড়াইলে মাদক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। ১৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে নড়াইল পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদের আটক করে। এ সময় কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা ফারুক হোসেন(১৯) নামের যুবকের নিকট থেকে ৩১০ পিস এবং কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমান(৩৩) এর নিকট হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
অপর একটি অভিযানে চুয়াডাঙ্গা জেলা থেকে চুরি হওয়া ০২(দুই) টি চোরাই মোটরসাইকেল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা হতে উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মালা দায়ের করা হয়েছে।