প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৭:৩২:৪২ প্রিন্ট সংস্করণ
নড়াইল প্রতিনিধি:
গত মঙ্গলবার (৭ আগস্ট) বিকালে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাফিন খান নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক এবং বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগ এর সাবেক সভাপতি।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (৫ আগস্ট) সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে নড়াইলের বিভিন্ন স্থাপনা ও বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এর জেরে মঙ্গলবার বিকালে ৪টার দিকে ভুক্তভোগী ছাফিন খান এর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ বিষয়ে ছাফিনের সাথে কথা হলে তিনি বলেন, এই ঘটনার সাথে তারা জড়িত তাদের বিচার চাই।