• Uncategorized

  নওগাঁয় নতুন করে আরো ৮৮ জনের করোনা শনাক্ত

    প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ২:১৯:২০ প্রিন্ট সংস্করণ

  মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

  নওগাঁর সাপাহার উপজেলা চেয়ারম্যান শাজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী র্কমর্কতা কল্যাণ চৌধুরী, নার্স স্বাস্থ্যকর্মী ও ল্যাব টেকনিশিয়ানসহ জেলায় নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ র্পযন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৫৪০ জন।

  মারা গেছেন ৭ জন আর মোট সুস্থ্য হয়েছেন ৩০৫ জন। শুক্রবার সকালে নওগাঁর ডেপুটি সিভিল র্সাজন ডা. মঞ্জুর ই র্মোশেদ এ তথ্য জানান। তিনি বলেন, গত ২২ থেেক ২৮ জুন র্পযন্ত জেলায় সংগৃহীত মোট ৭২০ টি নমুনার ফলাফল পাওয়া গেছে।

  এর মধ্যে জেলায় নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজলোর ৩৭ জন, বদলগাছীর ৮ জন, পতœীতলার ২ জন, মহাদবেপুরে ৬ জন, পোরশার ৫ বজন, সাপাহারে ৮ জন, ধামইরহাটে ১২ জন, মান্দা ৫ জন ও নিয়ামতপুরে ৫ জন। র্বতমানে হোম কোয়ারন্টোইনে আছেন ১ হাজার ৬৯৩ জন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ