• Uncategorized

  নওগাঁয় নতুনভাবে আক্রান্ত ১ মোট আক্রান্ত ১,১১১ জন, ১৭ জনের মৃত্যু, সুস্থ ৯৬৩ জন

    প্রতিনিধি ২৪ আগস্ট ২০২০ , ২:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ

  মোঃ শহিদুল ইসলাম:

  নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেঁড়ে ১ হাজার ১ শত ১১ জনে দাঁড়িয়েছে।  জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ১৭  জন। এছাড়া সুস্থ্যতা লাভ করেছেন ৯৬৩ জন বলে আজ  রবিবার(২৩ আগস্ট) নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।

  তবে, সরকারী হিসাবের বাইরেও নওগাঁর কয়েকজন রাজধানী ঢাকা ও রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মুত্যু বরন করেছেন।

  নওগাঁতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্ত’র চিত্র নিস্নরুপ:

  নওগাঁ সদর উপজেলায় ৪০৭ জন, সাপাহার উপজেলায় ১২৪ জন, রানীনগর উপজেলায় ৪৫ জন, মহাদেবপুর উপজেলায় ৯৩ জন, পোরশা উপজেলায় ৮২ জন, মান্দা উপজেলায় ৪৬ জন, আত্রাই উপজেলায় ২৫ জন, পত্নীতলা উপজেলায় ৮৩ জন, নিয়ামতপুর উপজেলায় ৬৪ জন, বদলগাছী উপজেলাতে ৯৮ জন ও ধামুরহাট উপজেলায় ৪৪ জন। এনিয়ে নওগাঁতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১ হাজার ১ শত ১১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৯৬৩ জন এবং মৃত্যু বরন করেছেন ১৭ জন।

   

   

   

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ