• Uncategorized

  নওগাঁর মান্দায় ৩শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করলো গ্রাম পুলিশ !  

    প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৪:২৮:২৬ প্রিন্ট সংস্করণ

  মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধি:

  নওগাঁ জেলার মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউঃ পিঃ এর জয়বাংলা মোড়ে ৩ শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে একজন গ্রাম পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ৯নং তেতুলিয়া ইউঃ পিঃ এর একরুখি গ্রামের নিপেন এর ছেলে রনজিত(৩৭)। রনজিত ৩ শ গ্রাম গাঁজা সহ হাতে নাতে ধরা পরেন। আজ শনিবার (১৫ আগস্ট)  সন্ধ্যা সাড়ে ৭ টার সময় গ্রাম পুলিস কামাল স্থানীয় লোকজনের সহযোগিতায় রনজিতকে কমলার দোকানের সামনে রাজশাহী নওগাঁ মহাসড়ক থেকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা পাওয়া যায়।

  আটক করার পর মান্দা  থানায়  খবর দেয় গ্রাম পুলিশ । খবর পাওয়ার পর মান্দা থানার  এস আই হাবিব ঘটনা স্থলে আসেন। ঘটনা স্থলে আসার পর আটককৃত রনজিতকে স্থানীয় মেম্বার সাইফুদ্দিন ও গ্রাম পুলিশ কামাল এস আই হাবিবের কাছে হস্তান্তর করেন।

  এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) মোঃ তারেকুর রহমানের সাথে বলে জানা যায়,আটক রনজিতের নামে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

   

   

   

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ