• Uncategorized

  নওগাঁর মহাদেবপুরে তরতাজা ১৬ টি গাঁজার গাছ সহ একজন আটক-দৈনিক অালোকিত ৭১ সংবাদ 

    প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৪:৪৪:৫৩ প্রিন্ট সংস্করণ

  মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

  নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তরতাজা ১৬ টি গাঁজার গাছ সহ এক গাজাঁ চাষীকে আটক করেছে। ৮ আগষ্ট সন্ধ্যায় গাঁজা চাষী উপজেলার সফাপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মৃত এলাহি মণ্ডলের ছেলে ইসলাম মণ্ডল (২৯)কে আটক করেন। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ইসলাম মণ্ডল কাচা মরিচের গাছের মধ্যে ১৬ টি গাঁজার গাছের পরিচর্যা করে বড় করে তুলেছেন। এই গাছ বড় হলে সে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, একজন ব্যাক্তি তার জমিতে গোপনে গাঁজা চাষ করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই নূর ইসলাম ও এ এস আই আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ ইসলাম মন্ডল এর মরিচ ক্ষেতে অভিযান চালিয়ে তরতাজা ১৬ টি গাঁজার গাছ উদ্ধার সহ তাকে আটক করেন।

  এব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত গাঁজা চাষী ইসলাম মন্ডলকে ৯ আগস্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ