• Uncategorized

    নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:৩৪:১৪ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃ শহিদুল ইসলাম-রাজশাহী বিভাগীয় প্রধানঃ

    নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাত এক নারীর (৩২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ধনজইল মোড় এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, মানযিক ভারসাম্যহীন অজ্ঞাত ঐ নারী গত ৫-৬ দিন থেকে নওহাটা মোড় এলাকায় ঘোড়াফেরা করছিলেন। স্থানীয়রা ওই নারীর মৃতদেহ ধনজইল মোড় এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাশে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়।

    পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা এন্ট্রি হয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তা নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। মৃতব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

     

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ