• Uncategorized

  নওগাঁর ছোট যমুনায় গোসল করতে নেমে ৯ম শ্রেণীর ছাত্র নিখোঁজ! 

    প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ২:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

  মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

  নওগাঁ জেলার বদলগাছীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পলক কুমার মন্ডল(১৫) নামে ৯ ম শ্রেণীর  এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। উপজেলা সদরের মাস্টারপাড়ার রতন কুমার মন্ডলের ছেলে পলক বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আজ রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলা সদরে নির্মিত নতুন হাটের পাশে নদীতে চার বন্ধু গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

  পলকের বন্ধুরা জানায়, পলক কয়েকদিন আগে সাঁতার শিখেছে। পলক নিজেই তাদের গোসল করার জন্য ডেকে নিয়ে যায়। তারা সাঁতরিয়ে নদী পাড় হওয়ার চেষ্টা করে। তিন জন সাঁতরিয়ে নদীর ওপারে চলে গেলেও পলক নদীর মাঝখানে গিয়ে আটকে যায়। এসময় অন্য বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ভয় পেয়ে বাড়িতে এসে জানায়।

  তাৎক্ষণিক পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু নদীতে অথৈই পানি হওয়ার কারণে রাজশাহীর ডুবুরী টিমকে খবর দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবরি দল পলককে উদ্ধার করতে পারেনি।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ