প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:১৬:১৭ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
সারা দেশে অব্যাহতভাবে নৃশংস নারী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে শত শত নারী শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।
অদ্য ৭ অক্টোবর বুধবার সকাল ১০ সাগর কন্যা পুলিশ সুপার মার্কেটের সামনে সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সারা দেশে নারী ও শিশু ধর্ষন ঘটনার তীব্র নিন্দা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী করে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী তাসনিয়া তানহা, তাসমিয়া তাবাসসুম লিসা, মারিয়া তাসমিম প্রমি, তামান্না, জেবা ফারিয়া আলভী, রাফিয়া ইসলাম সিফা, স্কুল শিক্ষার্থী খন্দকার মাইশা, আয়শা সিদ্দিকা দিনা, তুর্মি পাল, রাবেয়া বশরী স্নেহা প্রমুখ।.