• Uncategorized

    ধন্য তুমি জননী আমার-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৮:১২:২৯ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেক্সঃ

    ধন্য তুমি  জননী আমার-লেখকঃ শিহাব আহম্মেদ

    আমি ভীষণ ভালোবাসি আমার প্রিয় মা-কে
    কিন্তু মুখফুটে কখনো কোনোদিন বলিনি তাঁকে!
    জন্ম দেওয়ার পর থেকে আজ পর্যন্ত সবকিছুই
    তাঁর সমস্ত অস্তিত্ব আমিও তিন ভাইকে ঘিরেই।

    রোগা-সোগা আমি ছোটবেলা থেকেই রোগী ছিলাম
    মায়ের সেবাশুশ্রূষা আমার জন্য ছিল যে সব নিলাম!
    শৈশবকালে মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিছে,
    এখন প্রচুর উপার্জন করি তাও মা নিজে খায়না পিছে।

    পছন্দের জিনিস আমি আর সহোদর কে খাওয়ায়
    মা বাঁতির মতো জ্বলে জ্বলে চারদিকে আলো দেয়।
    নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে সুখী করে যায়
    এমন পরম প্রিয় জীবন বাহনটি কী করে ভুলা যায়?

    স্কুল থেকে ফিরতে দেরি হলেই দেখি মায়ের পেরেশানি
    মনে হয় যেনো আমি এখনো আছি ছোট্ট সেই থ্রেশানি!
    পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমি এখনো তাঁর নয়নমনি
    সন্তানের ভূবনে মা যেনো স্বর্গের শ্রেষ্ঠ নেয়ামতের ধ্বণি।

    হে আমার প্রিয় জননী কবিতার ভাষায় বলছি গো মা-
    এই পৃথিবীতে আমি যে মা শুধুই তোমায় ভালোবাসি,
    তোমার ভালোবাসা ছাড়া এই পৃথিবীর সবাই স্বার্থপর
    সত্যি স্বার্থ ফুরালেই চেনা যায় আসলে কে আপনপর?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ