• Uncategorized

  -“দ্রোহিতা”-লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৯:০৩:০৯ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ-“দ্রোহিতা”
  লেখকঃ শিহাব আহম্মেদ

  তোমাকে দেখেছি আমি
  জ্যোৎস্না শোভিত রাতে,
  মেঘ কালোকরা বিকেলে
  বৃষ্টিস্নাত জীর্ণ  কুড়েঘরে!

  তোমাকে দেখেছি আমি
  বাহাদুর পুরের নদীর তটে
  সুগন্ধীর বাঁধের চাল ঘরে;
  সূর্যাস্ত বেলায় উচ্ছ্বাসে!

  তোমাকে দেখেছি আমি
  ষাটনলের লঞ্চ ঘাটে,
  এলেবেলে মাখামাখি ;
  শুদ্ধ এ চাদর মুড়িয়ে!

  তোমাকে দেখেছি আমি
  বৈশাখি ঝড়ের সন্ধ্যায়,
  আম কুড়োবার নেশায়;
  ছেলেমানুষী খেলায়!

  তোমাকে দেখেছি আমি
  ক্রিকেট খেলার উম্মাদে
  জেতার লাফালাফিতে;
  খুশিতে অট্টহাসিতে!

  তোমাকে দেখেছি আমি
  রোদেলা বিকেলে দুষ্টুমি
  খুনসুটি আর মিতালিতে
  মিলনের করুন মিনতিতে!

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ