• Uncategorized

    দ্বিতীয় বারের মতো অাবরো মেয়র নায়ের কবির।

      প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৮:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

    দ্বিতীয় বারের মতো অাবরো মেয়র নায়ের কবির।

     

    ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস নায়ার কবির। রবিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে জহিরুল হক খোকন পেয়েছেন ৮ হাজার ১৩২ ভোট।

    রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪৮টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। ভোট দিয়েছেন ৫৭ হাজার ৯৯৮ জন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ