• আমার দেশ

    দৈনিক আলোকিত ৭১ সংবাদ এর সব নিউজ ইডিটর (শাওনের) জন্মদিন আজ

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৩:১২:০০ প্রিন্ট সংস্করণ

    দৈনিক আলোকিত ৭১ সংবাদ এর সব নিউজ ইডিটর (শাওনের) জন্মদিন আজ

    দৈনিক আলোকিত ৭১ সংবাদ এর নিউজ ইডিটর সৈয়দ মাহামুদ শাওন এর জন্মবার্ষিকী আজ। রাজশাহী জেলার তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের মানিককন্যা গ্রামে তার জন্ম, ২০০৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি তার জন্ম। পিতা মোঃ মঈনুদ্দী, মাতা মোসাঃ সুলতানা বিবি । তার বাবা একজন রাজনৈতিক নেতা মোঃ,মঈনুদ্দীন তানোর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সৈয়দ মাহামুদ শাওন বর্তমান দৈনিক আলোকিত ৭১ সংবাদ সহ বিভিন্ন পত্র পত্রিকা তে কাজ করে চলছেন যেমন সাতক্ষীরার জনপ্রিয় নিউজ প্রোটাল The Editors, রাজশাহী অনলাইন পোট্রাল Engineers News 24, এবং কাগজ ২৪ এর কাজ করেন।
    সে তানোর উপজেলা এপি সাবেক কার্যনির্বাহী সদস্য ওর্য়াল্ড ভিষন বাংলাদেশে শিশু ফোরামে কাজ করেন, বর্তমান তানোর এপি ওর্য়াল্ড ভিষন বাংলাদেশ এর ইয়ুথ ফোরামে সদস্য।

    বর্তমানে দেখা গেছে বিভিন্ন দলের নেতা কর্মী ও সাধারন জনগনের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা, তাকে সবাই ছোট ভাই শাওন হিসেবে চিনি। আজ রাত ১২, ১ মিনিট থেকে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানায় ফেসবুকের সকল বন্ধু বড় ভাই ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ