• Uncategorized

    দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক অামজাদ সরকারের এর মা সুফিয়া খাতুন অার নেই

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:২১:২২ প্রিন্ট সংস্করণ

    দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক ও টি এফ বোডের কার্যনির্বাহী প্রকল্প পরিচালক অামজাদ সরকারের এর মা সুফিয়া খাতুন অার নেই অাজ দুপুর অানুমানিক ১২:৩০ এর পরে ইন্তিকাল করেছেন তিনি ছিলেন একজন মুসলিম পরিবারের মেয়ে এবং খুবই ধার্মীক পরিবারের সন্তান ও ধর্মিক প্রাণ একজন মানুষ তার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই তার পরিবার পরিজন সহ বিভিন্নজন তার জন্য দোয়া করেন যেনো মহান অাল্লাহ্ তাকে পরকালে জান্নত নসিব করেন।

    অাজ রোজ শনিবার তিনি দুপুর অানুমানিক ১২:৩০ তার নিজ বাসভবনে মারা যান ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহির রাজিউন এ খরব পাওয়া মাত্রই অনেকেই দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক অামজাদ সরকার এর মাতা সুফিয়া খাতুন জন্য দোয়া করেন সেই সাথে তার পরিচিত লোকজন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার ছবিসহ তাকে মৃত্যুর সংবাদ জানিয়েছেন।

    দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক অামজাদ সরকারের মায়ের মৃত্যুর কথা শুনে দৈনিক অালোকিত ৭১ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব অাহম্মেদ সহ পত্রিকারর সকল সাংবাদিক বৃন্দ  বলেন মহান অাল্লাহ যেনো দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক অামজাদ সরকারের মায়ের যেনো জান্নাতবাসী করেন তাই তিনি সকলের কাছে তার জন্য সকলের কাছে দোয়া চান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ