প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ৩:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ
নিউজ রুমঃ
নিয়োগ_বিজ্ঞপ্তি
জাতীয় “দৈনিক অালোকিত ৭১সংবাদ” পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি
বিসমিল্লাহির রাহমানির রাহীম,।। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। “দৈনিক অালোকিত ৭১ সংবাদ” সহ সর্বস্থানে ক্রাইম রিপোর্টার, স্টাফ রিপোর্টার, ভ্রাম্যমান প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রতিনিধি,থানা প্রতিনিধি ও ইউনিয়ন প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধিসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি//সমমান। বিশেষ ক্ষেত্রেঃ এইচএসসি/সমমান।
ই-মেইল: dailyalokito71sangbad@gmail.com
“দৈনিক অালোকিত ৭১ সংবাদ” পত্রিকায় নিয়োগ সংক্রান্ত নিদের্শনাবলীঃ-
১) আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ঠিকানায় ও ই-মেইলে ।
২) চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
৩) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
৪) পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী নতুনদের অপ্রাধিকার দেয়া হবে।
৫) আমাদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে
৬) নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার একমাত্র আয়ের উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
৭) বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
৮) জীবন বৃত্তান্ত পাঠিয়ে অবশ্যই কৃর্তপক্ষ কে অবগত করতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর যথাযথ কাগজ-পত্র প্রদান করতে হবেঃ-
১) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।
৩) শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
“দৈনিক অালোকিত ৭১ সংবাদ”
বিস্তাতির জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন : www.dailyalokito71sangbad.com
যোগাযোগ করুন:
দৈনিক অালোকিত ৭১ সংবাদ
(সম্পাদক ও প্রকাশক)
মোবাঃ 01723-305390
(বাতা সম্পাদক)
মোবাঃ 01771-714159
হটলাইনঃ 01906-030302
প্রধান কার্যালয়ঃ করিম টাওয়ার,
রোড় নং-৪ অাদর্শ নগর,
মধ্যবাড্ডা,গুলশান,ঢাকা-১২১২।
ঢাকা অফিসঃ লালবাগ, পুরান ঢাকা, ঢাকা-১২১১, বাংলাদেশ।