প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ১০:১৩:২৯ প্রিন্ট সংস্করণ
মো.জাকারিয়া খান জাহিদ,শেরপুর জেলা প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা প্রতিরোধের দাবিতে শেরপুরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর (বুধবার) সকালে শহরের চকবাজারস্থ শহীদ মিনারে নাগরিক সংগঠন জনউদ্যোগ, জেলা মহিলা পরিষদ, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা যৌথভাবে ওই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, উদীচী, কলেজ শিক্ষক ফাউন্ডেশন, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ, বর্মন ছাত্র পরিষদ, নারী রক্তদান সংস্থা, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন, অদম্য শেরপুর, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, রক্তসৈনিক বাংলাদেশসহ প্রায় ২০ টি সংগঠন অংশ নেয়।
জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরা, শিক্ষক নেতা মুহসীন আলী আকন্দ, নারীনেত্রী আঞ্জুমান লিপি, আইরিন পারভীন, মানিক পাল, রজত সাহা অন্তু, সৌরজিৎ রায়, তাশফিয়া তারান্নুম তিফা প্রমুখ।
এসময় বক্তারা নারী- শিশুদের উপর নির্যাতন বন্ধে সরকারকে অারও কঠোর হওয়ার দাবিসহ জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।