প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৯:১০:০৬ প্রিন্ট সংস্করণ
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সাথে খেলাধুলার একটি নিবিড় সম্পর্ক রয়েছে এডঃ নুরুল আমিন রুহুল এমপি মতলব উত্তর উপজেলার লুধুয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রব পাটোয়ারী স্মৃতি সংসদ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রব পাটোয়ারী স্মৃতি সংসদ এর আয়োজনে
শনিবার ১৩ ফেব্রুয়ারী সকালে লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ৷ প্রধান অতিথির বত্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতা আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজেকর্মে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাটাই হলো এর মুখ্য বিষয়। দ
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সাথে খেলাধুলার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। লেখাপড়ার পাশাপাশি যুবকদের খেলাধুলা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রব পাটোয়ারী স্মৃতি সংসদ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ জে. আর. ওয়াদুদ টিপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাস, আরও বত্তব্য রাখেন,লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ ৷
খেলায় অংশ গ্রহণ করেন মতলব সুর্য তরুণ স্পোর্টিং ক্লাব বনাম লুধুয়া ড্রিম ক্লাব। মতলব সুর্য তরুণ স্পোর্টিং ক্লাব ১৫ রানে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সহসভাপতি ইয়ার হোসেন,সাদুল্লপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ মিজানুর রহমান, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ লিটন সরদার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কিবরিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দ ।