প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৫ , ৯:৪০:০৯ প্রিন্ট সংস্করণ
জুনায়েদ কামাল-স্টাফ রিপোর্টার:
দেশমাতা ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী সদর উপজেলার সকল ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার শীতার্তদের জন্য কম্বল বিতরণ করা হয়। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের উপস্থিতিতে এ কম্বল বিতরণ কর্মসূচী পালন করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য, ব্যারিস্টার আবু সায়েম এর তত্ত্বাবধানে ও দেশমাতা ফাউন্ডেশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক খান ও কাজী মোঃ ফাহাদ এর প্রতিনিধিত্বে ইউনিয়ন বিএনপির প্রতিনিধিদের কাছে কম্বল হস্তান্তর করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। নোয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি, সলিম উল্লাহ বাহার হিরণ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম কিরণ। শহর বিএনপির সাধারণ সম্পাদক, শাহ্ জাফর উল্লাহ রাসেল। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ জসিম উদ্দিন ভি.পি। সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন বাবুল। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ মাজহারুল ইসলাম সহ আরো অনেকে।