• Uncategorized

    দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৭:০৯:২০ প্রিন্ট সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:

    ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।

    দুর্নীতি প্রতিরোধ কমিটির দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি খন্দকার নুরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ এর সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার, পৌর ফেডারেশনের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, কুমিল্লা উত্তর  জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, ইসলামী আন্দোলনের নেতা আওলাদ হোসেন মুরাদী, চরবাকর  উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন নোভা প্রমুখ। মানববন্ধন ও আলোচনা সভা দুদক প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মকর্তা, সাংবাদিক কর্মী ও স্কুল-ক্ষতি করে  শিক্ষার্থীরা অংশ নেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ