প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৫:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ
ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা অফিসার ইন্চার্য করোনায় আক্রান্ত
ঘোড়াঘাট থানা পুলিশের ওসি/ অফিসার ইন্চার্য মোঃ আমিরুল ইসলাম কোন প্রককার উপসর্গ ছাড়াই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ডাক্তার মোঃ নুরনেয়াজ আহম্মেদ।ঘোড়াঘাট থানার সকল স্হতরের জনগন ওসি সাহেবের আশু রোগ মুক্তি কামনা করেছে।