প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৩:২৮:৩৯ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে বিএনপি, বিরামপুরে নৌকা এবং বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জয়
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দিনাজপুর পৌরসভায় ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলার বিরামপুর পৌরসভায় নৌকা প্রার্থী আক্কাস আলী এবং বীরগঞ্জ পৌরসভায় মোশাররফ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মত জয়লাভ করেছেন।
দিনাজপুর পৌরসভায় ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৩৪ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ পারভেজ ভোট পেয়েছেন ২৪ হাজার ২২৬ ভোট।
এছাড়াও বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. মোশারফ হোসেন মোবাইল ফোন প্রতীক নিয়ে ৩ হাজার ৯৯৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী নুর ইসলাম নুর ৩ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।
বিরামপুর পৌরসভায় নৌকা প্রতীকে আক্কাস আলী ১৫ হাজার ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ মার্কায় নুরুজ্জামান সরকার ভোট পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট।