• Uncategorized

  দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়াডে আজগার নগর ইসলাম টাওয়ারের রিম ক্লিনিকে ইউএনওর রেড।জরিমানা ৭০,০০০। হাজার টকা।

    প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:২১:৩৫ প্রিন্ট সংস্করণ

  এম,এ মান্নান সরকার-ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:

  দৈনিক আলোকিত ৭১ সংবাদ।

  ১০/০৮/২০২০ই তারিখে বেলা অনুমান দুপুর ১,টা। ঘোড়াঘাট  উপজেলা নির্বাহি অফিসার অহিদা খানম এবং এস আই মোঃ রাশেদুজ্জান ও এস আই সারোয়ার ও মহিলা পুলিশ সহ ক্লিনিকটির বৈধ্য কাগজ পত্র দেখাতে বল্লে ক্লিনিকের ডাঃ মোম সাহিন অনউপস্হিত থাকা কোন কাগজ পত্র দেখাতে পারেন নি।

  ক্লিনিকের দায়িত্বে থাকা ডাঃ সাহেবের স্রী মোছাঃ রিম। উপজেলা নির্বাহি অফিসার বৈধ্য কাগজ পত্র নাপেয়ে ক্লিনিক টি উপরে ৭০,০০০। হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের জেল দেন। ডাঃ মোঃ সাহিনকে না পেয়ে ডাঃ এর স্ত্রীকে থানা হেফাজতে নেয় ঘোড়াঘাট থানা পুলিশ।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ