প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:২৯:৪০ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-“দাফন”
লেখকঃ শিহাব আহম্মেদ
উত্তর দক্ষিন সেখানে দেয়াল
পূর্ব পশ্চিম সেখানেও দেয়াল
উপরে বাঁশের ছাউনি
তার উপরে মাটির আঁটুনি
মাটির হবে বিছানা
এটাই হবে ঠিকানা !
জন্ম নিলা এই পৃথিবীর মাঝে
তোমায় দেখে সবাই হাসে,
আবার যখন যাবে চলে
ভাসবে সবাই চোখের জলে
টাকা পয়সা অর্থ কড়ি
সবকিছুই যে যাবে ছাড়ি!
সঙ্গী হবে সাদা কাফন,
মিলবে সেদিন তোমার দাফন !