• Uncategorized

    “দশা”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:৩৯:১৭ প্রিন্ট সংস্করণ

     কবিতাঃ- দশা
    লেখকঃ শিহাব আহম্মেদ

    তোমরা বুঝবে কী করে
    কতটা কষ্ট চাপলে বুকে
    চোখের কোনে জল আসে
    তোমরা জানবে কী করে।

    কতটা আঘাত পেলে মনে
    মানুষ হাউমাউ করে কাঁদে
    তোমরা শুনবে কী করে
    কতটা যন্ত্রণা চাপলে বুকে।

    হৃদয়ে রক্ত ক্ষরণ ঝড় বহে
    তোমরা দেখবে কী করে
    কতটা দীনহীন অবস্থা হলে।

    মানুষ ভিক্ষার হাত বাড়ায়
    তোমরা রুখবে কী করে
    সুখের পর একবার হলেও
    কাউকে তো কাঁদতেই হয়!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ