প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ২:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ
মো: রাশেদুল ইসলাম-(রাশেদ)খুলনা বিভাগীয় প্রধানঃ
আজ ২৫/১০/২০২০ইং তারিখ রোজ রবিবার রাত দেড়টার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাসুদ রানা (৩৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মোঃ মানিক (২২), হাবিবুর রহমানের ছেলে ইকরামুল হক (২০) এবং আশা বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস। তবে রানা বর্তমানে দর্শনার আনোয়ারপুরে থাকে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দর্শনা থানাধীন সদাবরি এলাকার মাঠের মধ্যে একটি রাস্তার ওপরে কিছু দুষ্কৃতিকারী বাঁশি ও টর্চলাইট ব্যবহার করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাস্তায় চলাচলরত সাধারণ পথচারীদের তল্লাশি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে দর্শনা থানা পুলিশ।
আটককৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান