• Uncategorized

    দর্শনা থানা পুলিশের  মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা সহ আটক ২

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৫২:২৯ প্রিন্ট সংস্করণ

    দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের   মাদক বিরোধী অভিযানে ৩কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে  আটক করেছে   পুলিশ। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য   পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর   দিকনির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি  মোঃ মাহাবুবুর রহমান কাজল  এর নেতৃত্বে আজ  শুক্রবার (২৬ ফেব্রুয়ারী)   ভোর  ৬  টা ১৫ মিনিটের  সময় দর্শনা থানা   পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  দর্শনা থানার  অফিসার   এস আই মোঃ সাইফুল ইসলাম,এ এস আই মোঃ মহিউদ্দিন   সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন সুলতানপুর   গ্রামস্তলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময়  দর্শনা থানাধীন সুলতানপুর উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ৩ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ। এবং আটককৃত আসামিদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

    আটককৃত আসামিরা হলোঃ দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সুলতানপুর উত্তর পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে  সাইদুর রহমান চন্দন(২৮)  এবং একই দর্শনা  থানাধীন ঝাঁঝাডাঙ্গা বাগানপাড়ার মৃত সানোয়ার মন্ডলের ছেলে  শহিদুল ইসলাম(৪২)।

    দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ