• Uncategorized

    তারকা অলরাউন্ডারদের লড়াই

      প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ৯:২২:২৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ আমিরুল ইসলাম পিয়াল-খুলনা জেলা প্রতিনিধিঃ

    টেস্ট সেরা অলরাউন্ডারের দৌড়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী!  ক্যারিবিয়ান ক্যাপ্টেন হোল্ডার ৪৭৩ রেটিং নিয়ে শীর্ষে অপর দিকে ইংলিশ ক্যাপ্টেন বেন স্টোক মোটামুটি বড় ব্যাবধানে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে,রেটিং টা অবশ্য ৪০৭!

    দির্ঘ শতাধিক ক্রিকেটহীন সময়ের অবসান ঘটিয়ে ৮ জুলাই মাঠে ফেরে টেস্ট ক্রিকেট, প্রতিপক্ষ টেস্ট সেরা শীর্ষ  দুই অলরাউন্ডারের!!

    সাউদাম্পটনে ৩য় দিন শেষে ৯৯ রানে পিছিয়ে ইংলিশরা! শীর্ষ দুই টেস্ট অলরাউন্ডার খেলেছেন একটি করে ইনিংস মানে উভয়ই এখন পর্যন্ত এক ইনিংস ব্যাট করেছেন আর এক ইনিংস বল!!দুজনের প্রতিদ্বন্দ্বীতা তাতেই হাড্ডাহাড্ডি, যেন জমে ক্ষীর!!

    ফাস্ট ইনিংসে বল হাতে হোল্ডার বাজিমাত!!  ৪২ রানে ৬ উইকেট তুলে হোল্ড করে দিয়েছিল ইংলিশ শিবির!! ঐ ইনিংস ব্যাট হাতে সবচেয়ে সফল তার প্রতিদ্বন্দ্বী বেন স্টোক, করেছেন ইনিংস সেরা ৪৩ রান!!

    পালা বদলের পরিক্রমায় ব্যাট হাতে উইন্ডিজ ক্যাপ্টেন হোল্ডার!! তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন!!  প্রতিপক্ষ বেন স্টোক তুলে নেন ইনিংস সেরা ৪ উইকেট!!

    বহুদিন বাদে ক্রিকেট মাঠে ফিরলেও মাঠে নেমেই আসর জমিয়ে ফেলেছেন টেস্ট শীর্ষ দুই অলরাউন্ডার জেসন হোল্ডার এবং বেন স্টোক!!

    পালাক্রমে দুজনের আক্রমণ পাল্টা আক্রমণের  মধ্যে দিয়েই হয়তো এগিয়ে যাবে ইংলিশ, উইন্ডিজ সিরিজ!!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ