প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ৮:০৪:৫০ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বিএনপির রাজনীতিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার একটি অপরিহার্য নাম। দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার, নেতা ও কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ এবং সক্রিয় করতে উপজেলা বিএনপির দায়িত্বশীল একটি পদে হযরত আলীকে দেখতে চাই তৃণমুল। যেখান থেকে তিনি তৃণমুলের নেতাকর্মীদের কথা বলতে পারেন। এখানে তৃণমুল নেতাকর্মীদের কথা বলার তেমন কোনো জায়গা নেই। তৃণমুলের পরিক্ষিত পা-ফাটা সাধারণ নেতাকর্মীরা বড় নেতাদের কাছে পৌচ্ছাতে পারেন না। সুবিধাভোগীদের ভিড়ে তারা তাদের দাবির কথা, সুখ-দুঃখের কথা বলার সুযোগ পান না।
অবহেলিত এসব নেতাকর্মীর প্রতিনিধি হিসেবে হযরত আলী মাস্টারকে বিএনপির দায়িত্বশীল পদে দেখতে চাই তৃণমুল।
জানা গেছে, রাজশাহী অঞ্চলে বিএনপির অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত শীষ মোহাম্মদের অবর্তমানে, তার যোগ্য উত্তরসূরী ভাতিজা হযরত আলী মাস্টার। বিএনপির আগামির নেতৃত্বে আশার আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন। প্রয়াত শীষ মোহাম্মদের দিকনির্দেশনা ও তার ছায়ায় থেকে তার হাতে ধীরে ধীরে গড়ে উঠা রাজনৈতিক নেতৃত্ব হযরত। তিনিও তার নেতৃত্বের গুনে সাধারণ মানুষের কাছে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। দেশের প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে তিনি কখানো গা ভাসিয়ে দেননি। তিনি তৃণমুল নেতা ও কমী-সমথর্কদের সঙ্গে থেকে এখনও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। এই সংগ্রাম রাজনীতিতে গুণগত পরিবর্তন সূচনার সংগ্রাম। তার বিরুদ্ধে নেই কোনো তদ্বির বাণিজ্যে, পদ বাণিজ্যে, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা,খাস পুকুর দখল, গভীর নলকুপ দখল,টেন্ডারবাজী ইত্যাদির অভিযোগ। পরিচ্ছন্ন নেতৃত্ব হিসেবে তিনি এখন ও সবার কাছে সমান জনপ্রিয়।
জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন তরুণ নেতৃত্ব হযরত আলী মাষ্টার। ছাত্র জীবন থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে দিয়েছেন সফল নেতৃত্ব, দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিতপ্রাণ, সেরা সংগঠক, কর্মী-জনবান্ধব, আদর্শিক, পরীক্ষিত ও লড়াকু সৈনিক হিসেবে ধীরে ধীরে তৃণমুলের আস্থার প্রতিক হয়ে উঠছেন।
এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার বলেন, এখানো তৃণমুল নেতাকর্মীদের কথা বলার তেমন কোনো জায়গা নেই। তৃণমুলের পরিক্ষিত সাধারণ নেতাকর্মীরা বড় নেতাদের কাছে পৌচ্ছাতে পারেন না। সুবিধাভোগীদের ভিড়ে তাদের দাবির কথা, সুখ-দুঃখের কথা বলার সুযোগ পান না। তিনি বলেন, আমি এসব অবহেলিত নেতাকর্মীদের সঙ্গে থেকেছি এখনও আছি আমি এসব মানুষদের নিয়েই ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে এগিয়ে যেতে চাই। এজন্য তিনি সকলের কাছে সহযোগীতা প্রত্যাশা করেছেন। তিনি বলেন, তৃণমুল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তারা সুবিধা পেতে দৌড়ে যান না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভরসাও তারাই।