প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৩:১৩:৫৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোঃ আব্দুল মালেক (নারিিকেল গাছ ) প্রতিক নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, প্রচার-প্রচারনা ইত্যাদি কর্মসুচির মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন।এদিকে মালেকের এসব কর্মসুচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিপুল সাড়া ও ঢল সকলের দৃস্টি কেড়েছে।
জানা গেছে, ২ফেব্রুয়ারী মঙ্গলবার পৌরসভার ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে এবং ৩ ফেব্ররুয়ারী বুধবার কালীগন্জহাট, তানোর বাজার ও গ্রামে মালেক তার কর্মী-সমর্থকদের নিয়ে দিনব্যাপী গণসংযোগ করেছেন। এদিকে মালেকের গণসংযোগ রাজনীতি ও ভোটের মাঠে নয়ামেরুকরণ সৃস্টির পাশাপাশি সাধারন মানুষের বিপুল সাড়া পাওয়া।