• Uncategorized

  তানোর উপজেলা  যুবলীগের প্রস্তুতি সভা 

    প্রতিনিধি ২ এপ্রিল ২০২১ , ২:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ

  রাজশাহীর তানোরে আগামী ৮ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ২ এপ্রিল উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা চেয়ারম্যানের সরকারী বাসভবন চত্ত্বরে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম,  তানোর থানা সাংগঠনিক সম্পাদক মোঃ মঈনুদ্দীন , সহ সভাপতি আহম্মেদ সিজার, বদিউজ্জামান নয়ন, লাল মোহাম্মদ প্রমুখ।

  এবিষয়ে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সফল করতে যুবলীগের সহযোগীতা চাইলে আমরা সহযোগীতা করতে প্রস্তুত আছি। তিনি বলেন, করোনা প্রতিরোধে প্রচারণা, মাস্ক ও হ্যান্ড স্যানেটিনাইজার ইত্যাদি বিতরণ করার জন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মীর প্রতি আহবান জানান।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ