• সারাদেশ

    তাড়াশে ৫ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ২৫ জুলাই ২০২৩ , ৯:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৫কেজি ৩শত গ্রাম গাজাঁসহ ৩জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
    সোমবার (২৪জুলাই) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি খামাড়পাড়া অভিযান চালিয়ে ৫কেজি ৩শত গ্রাম গাজাঁসহ ৩জনকে আটক করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি খামাড়পাড়া গ্রামের মোঃ আকবর ফকিরের ছেলে মোঃ বাবুল হোসেন (৪৮), মৃত রমেজ উদ্দীন প্রাং এর ছেলে মোঃ আঃ খালেক (৬৫) ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলকাঠুর গ্রামের মৃত. রিফাত প্রাং এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫)।

    তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি ৩শত গ্রাম গাজাঁসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ