প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৮:৪৮:৩৪ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেক্সঃ
তাঁহারে খুঁজি
লেখকঃ শিহাব আহম্মেদ
কোনো এক বিকেলে হটাৎ ছুটে এসো,
সোডিয়াম ল্যাম্প পোস্টের বাতির নিচে!
গল্পে গল্পে বিকেল শেষে সন্ধ্যা ফুরুবে।
সব ফেলে রেখে একদিন ছুটে এসো,
কোনো এক ব্যস্ত বৃষ্টি ভেঁজা সন্ধ্যায়!
কতদিন পর হৃদয়ের লেনাদেনা হবে।
কোনো পূর্ণিমায় তুমি হটাৎ ছুটে এসো,
সবুজ গঙ্গার গোলাপি চাদঁরের নীড়ে!
বহুদিন পর হতাশ প্রেমিক গান শুনাবে।
বিদ্যুৎ ঝলকানো দিনে হটাৎ ছুটে এসো
মেঘের গর্জনে চোখের ভাষায় কথা হবে!
তপ্ত হৃদয়ের হাহাকার কিছুটা কেটে যাবে।