• Uncategorized

    ডাচ্- বাংলা এজেন্ট ব্যাংকিং অরুয়াইল শাখার ৫ম বর্ষপূর্তি পালিত

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ২:৫৭:০৯ প্রিন্ট সংস্করণ

    কেটে ডাচ্- বাংলা এজেন্ট ব্যাংকিং অরুয়াইল শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    আজ দুপুর ২টায় অরুয়াইল কলেজ রোডে অবস্থিত ব্যাংকের অরুয়াইল এজেন্ট শাখা অফিসে এ আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন
    এজেন্ট ব্যাংকিং ডিভিশনের (সিলেট) রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মাসুদ আল হাসান, সিনিয়র সেলস ম্যানেজার মহিউদ্দিন খান,আফজাল হোসেন রানা (কালিকচ্ছ আউটলেট), মোহাম্মদ কালাম মিয়া (পানিশ্বর আউটলেট) । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুন্টা এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক মোহাম্মদ রমিজ উদ্দিন, ভূইশ্বর এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাপক মোহাম্মদ ছালিম মিয়া, জয়ধরকান্দি আউটলেটের ব্যাবস্থাপক মোঃ খলিলুর রহমান মাদারি,বিটঘর আউটলেট এর ব্যবস্থাপক মোঃ আল-আমিন প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া এবিও অফিসের সিনিয়র সেলস ম্যানেজার মোঃ মহসিন খান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ