প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৬:২০:১৫ প্রিন্ট সংস্করণ
কবিতা: ডাকতার নন্দী
লেখকঃ শিহাব আহম্মেদ
ছিল এক ডাকতার
মাথা ভরা টাকতার
নাম তার নন্দী!
রোগী পেলে গান গায়
খিলি খিলি পান খায়
গায়ে মাখে গন্ধি।
রোগীটার কান ধরে
টেনে নেয় চান -ঘরে
করে সেথা বন্ধী!
তিন দিন তিন রাত
করে কত চিৎকাত
এই তার ফন্দি।
রোগ যদি সেরে যায়
বকশিস হেঁকে চায়!
ডাকতার নন্দী।
আর যদি যায় মারা
বলে কেটে গেছে ফাঁড়া!
হয়ে গেছে সন্ধি।