প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২০ , ৯:৩৫:২৪ প্রিন্ট সংস্করণ
মো: অাবেদ অাহমেদ-বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা পর্যায়ে কর্মরত সকল জেলা কালচারাল অফিসারদের সমন্বয়ে গঠিত জেলা কালচারাল অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ।
আজ শনিবার বেলা ১১ টার দিকে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় জেলা কালচারাল অফিসার্স ফোরামের সভাপতি মোঃ সাইফুল হাসান মিলন, সহ-সভাপতি মোঃ হায়দার আলী, ফারুকুর রহমান ফয়সাল, সাধারণ সম্পাদক পার্থপ্রতিম দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।