প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ১১:৩৩:২০ প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মৃুজিব ঢাকা মেরাথন -২০২১ উদযাপন উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থার মাঠ হতে পারবতীপুর আমের চারা দিয়ে শুড়া হয়ে পারবতীপুর বাজারের মধ্য দিয়ে পৌরসভার সামনে হয়ে আবার উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে কর্মসূচির সফল সমাপ্তি টানা হয়। বর্নাঢ্য এ কর্মসূচির শুভ সূচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা নাফিস সুলতানা। এছাড়া সহকারি কমিশনার(ভূমি) জনাব রাজিয়া আক্তার চৌধূরী, হরিনাকুণ্ডু পৌরসভার নবনির্বাচিত মেয়র জনাব ফারুখ হোসেন. ওসি তদন্ত জনাব এনামূল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক নাগরিক বনার্ঢ্য এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে। ঘন্টাকাল ব্যাপি পৌর এলাকার প্রধান সড়ক পথটি বঙ্গবন্ধু শেখ মৃুজিব মেরাথন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের দৃপ্ত পদাভারে মুখরিত ছিল। অগনিত মানুষের উপস্থিতি সত্ত্বেও গোটা প্রোগ্রাম জুড়ে ছিল শৃঙ্খলার এক ব্যতিক্রমী অবেশ।