• Uncategorized

  ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৫:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

  মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:

  ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

  জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

  জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২৭ এর সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার। বক্তারা, শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্বাধীনতায় তার আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। পরে জেলার ৩৬ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ