প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৭:৪৭:৪৩ প্রিন্ট সংস্করণ
আনোয়ার হোসেন-ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিলো ৬৫ বছরের চাচতো দাদা কালাম শাহের বিরুদ্ধে। বুধবার ২২ জুলাই শৈলকুপার বিঞ্চুদিয়া গ্রামে লজ্জায় বৃদ্ধ দাদা গলায় রশি নিয়ে আত্মহত্যা করেন।
এলাকাবাসী জানান, বুধবার বৃদ্ধটি মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে গোঁয়ালে নিয়ে গিয়ে আপত্তিকর বিভ্রান্তিকর অবস্থা তৈরী করে। আজ সে নিজে লজ্জা না ঠেকাতে পেরে আত্মহত্যা করলেন।
শৈলকূপা থানার ওসি ধর্ষণের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছিলো এবং বৃদ্ধিটিকে আটক করা চেষ্টা করছিলো।