• ময়মনসিংহ বিভাগ

    ঝিনাইগাতী উপজেলা বিসিআইসি ও বিএডিসি সার ডিলার দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২২ , ১২:২২:১৩ প্রিন্ট সংস্করণ

    মঙ্গলবার ২৩ আগষ্ট ২ ঘটিকার সময় ঝিনাইগাতী কৃষক প্রশিক্ষন সেন্টারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তিক আয়োজনে, এ সময় উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি শেরপুর, কৃষিবিদ জনাব ড.সুকল্প দাসের সাথে ঝিনাইগাতী উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।উক্ত মতবিনিময় সভায় সার ডিলারদের সকল মতামত করেন। এবং কিছু বিধি বিধান তুলে ধরেন বক্তারা যেমন নিজস্ব দোকান অথবা গুদাম ব্যতীত নিজ বাড়িতে সার মজুদ রাখার কোন সুযোগ নেই। উপরোক্ত নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সারের দোকানে কীটনাশক ব্যতীত অন্য কোন পন্য রাখা যাবে না বা বিক্রয় করা যাবে না। বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সার বিক্রয় করতে চাইলে অবশ্যই দোকানে যার নামে লাইসেন্স তার নামে সাইনবোর্ড ব্যবহার করতে হবে। এবং লাইসেন্স এর ফটোকপি দোকানে সংরক্ষণ করতে হবে। বিসি আইসি ডিলারগন বরাদ্দের কম পক্ষে ৫০% সার খুচরা ডিলারদের সরবরাহ করতে হবে। যথা সময়ে সার উত্তোলনে নব্য আগমনী বার্তা দাখিল করতে হবে। এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে কার্তৃপক্ষের নির্দেশনা ব্যতীত বিক্রয় করা যাবে না। যে ওয়ার্ড অথবা ইউনিয়নের জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে সেইসব জাইগায় নিজস্ব দোকান এবং গ্রদাম নিশ্চিত করতে হবে। বিসি আইসি অধীনস্থ খুচরা বিক্রেতাগণ অবশ্যই নিজ ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করবেন। মূল্য তালিকা লাল সালু কাপড় অবশ্যই দোকানের বাহিরে প্রদর্শন করতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রয় করা যাবে না। যার নামে লাইসেন্স তাকেই ব্যবসা করতে হবে।মজুদ রেজিষ্টার ফর্মেট অনুযায়ী সংরক্ষণ করতে হবে। বিক্রয় রেজিষ্টারে অবশ্যই কৃষকের নাম এবং মোবাইল নাম্বার থাকতে হবে। সার বিক্রয়ের রশিদ অবশ্যই সরবরাহ করতে হবে এবং রশিদে ক্রেতার স্বাক্ষরের পাশাপাশি ক্রেতার মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে, মূল্য তালিকা সহ। বক্তারা আরো অনেক কথাই তুলে ধরেন। এসময় বিভিন্ন অফিসার ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইগাতি উপজেলা কৃষি অফিসার জনাব,মোঃ হুমায়ুন দিলদারের বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি করা হয় ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ