• Uncategorized

    ঝালকাঠি নলচিঠীর ভৈরবপাশায় চেয়ারম্যান প্রার্থী, দশমিনায় ওয়ারেন্ট ভূক্ত আসামী! পর্ব১

      প্রতিনিধি ২ মার্চ ২০২১ , ৫:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

     

    ঝালকাঠির নলচিঠির ভৈরবপাশা ১ নং ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুবাই প্রবাসী আলমগীর মাঠে জনপ্রিয়তায় শীর্ষে শিরোনামে জনসাধারণকে ধোকা দিচ্ছে এবং  নিজেকে সমাজ সেবক,  জনসেবক নামে সুপরিচিত করলেও বেরিয়ে এসেছে থলের বিড়াল, এমনটাই অভিযোগ তৃনমুলে।

    খোজনিয়ে যানাযায়,ভৈরবপাশা ১ নং ইউনিয়নের প্রতাপ গ্রামের মরহুম মোঃ রাফেজউদ্দিন হাওলাদারের ছেলে দুবাই প্রবাসী মোঃ আলমগীর হোসেন। জনসাধারণকে ধোকা দিয়ে বিদেশে নেয়ার কথা বলে, প্রতারণা করে হাতি নিয়েছে ব্যপক মোটা অংকের টাকা, শুধুতাই নয় সহজ সরল গ্রামের নিড়ীহ মানুষের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা নিয়ে পাড়ী জমিয়েছেন স্বপরিবারে দুবাই।

    মামলা সূত্রে  জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চাদঁপুরা গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত মমিনুল মাতুব্ববর এর ছেলে মোঃ করিম মাতুব্বরকে বিদেশে (দুবাই) নেয়ার কথা বলে ২০২০ইং সালে আগষ্ট মাসের ২৭ তারিখ, ১১ নভেম্বর ২০২০ইং সর্বশেষ চলতি বছরের ১লা জানুয়ারী মোট তিনটি ধাপে ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নগত (৫) পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় দুবাই প্রবাসী ও ঝালকাঠীর  নলচিঠীর ভৈরবপাশা ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী মো, আলমগীর হোসেন।

    এব্যপারে করিম মাতুব্বর বাদী হয়ে দশমিনা আদালতে একটি মামলা দায়ের করেন, সি,আর মামলা নং ৪৯/২০২১ ইং মামলায় উল্লেখথাকে যে,৪০৬/৪২০ ধারা মোতাবেক চিটিংবাজ ও ঠক প্রতারক বলে উল্লেখ থাকে।শুধু তাই নয় ঝালকাঠির ভৈরবপাশা ইউনিয়নের মুক্তিযোদ্ধা

    বিষয়ক সম্পাদক ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের কমান্ডার মো, ফিরোজ আহম্মেদ  নলচিঠী থানায় ১৩ ই ডিসেম্বর ২০২০ ইং তারিখ ডিউটি অফিসার লাবনী আক্তার এর উপস্থিতিতে একটি সাধারণ ডায়েরি করেন যার ডায়েরী নং ৫৫০। সেখানে উল্লেখ করা হয় দুবাই আলমগীর একজন বি,এন,পি পন্থী সক্রিয় কর্মী তিনি ৭ ডিসেম্বর ২০ ইং তারিখ বেলা ৪ ঘটিকার সময় অত্র ইউঃ সুতালরী ব্রীজ,প্রতাপ বাজার,ফেরীঘাট,ষাইটপাকিয়া বাজার সহ বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সজীব ওয়াজেদ জয়,ও জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর সম্বলিত ব্যানার প্রদর্শন করে আসন্ন ইউঃ নির্বাচনের প্রচার প্রচারণ চালিয়ে যাচ্ছে,এর প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ। এছাড়াও মামলা সুত্রে যানাযায়, আগামী ৪/৩/২০২১ ইং তারিখ মামলার দিন ধার্য আছে।

    স্থানীয় নাম না বলা সর্তে জনৈক এলাকাবাসী বলেন,কিছুদিন পূর্বেও ভৈরবপাশা বাজারের কাছেই পেট্রোল পাম্পে বসেই  বিদেশ নেয়ার ছিল এমন এক ব্যক্তি বিদেশ না নিতে পারলে টাকা ফেরতের ডিমান্ট করে এখানেই শেষ নয়,তার বাড়ীর সাথেই জমি জমা নিয়ে বিরোধ সেখানে তিনি জোড় পূর্বক জমি জবরদখল খাচ্ছে এমন অনেক ঘটনার প্রমান রয়েছে বলে জানান তিনি।

    এদিকে দিন, মাস এবং প্রায়  বছর পার হয়ে গেলেও করিম মাতুব্বরের ভিসা আর পাসপোর্ট নিয়ে দুবাই আলমগীর কোন সুরাহা না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন দুবাই প্রবাসী আলমগীর হোসেন। পরে   চলতি বছরের ১৪’ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫ টায় দশমিনা বাজারে প্রতারক ঠক দুবাই প্রবাসী আলমগীর কে পেয়ে যায় ভূক্তভোগী করিম মাতুব্বর । এসময় স্থানীয় জনসাধারণের মাঝে বিষয়টি জানাজানি হলে টাকা নেয়ার কথা অস্বীকার করে বসেন এই চেয়ারম্যান প্রার্থী  দুবাই আলমগীর

    পরে কোন উপায় আপায় না পেয়ে অসহায় হতদরিদ্র  করিম মাতুব্বর চলতি বছরের ২ ফেব্রুয়ারী দুবাই প্রবাসী  আলমগীর হোসেন এর বিরুদ্ধে দশমিনা জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করলে, বিজ্ঞ আদালত (the code of criminal procedur) ভূক্তভোগী ২০০ ধারায় ভূক্তভোগীর জবানবন্দি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরওনা জারি করেন দশমিনা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত।

    এবিষয়ে মামলার আসামী মোঃ আলমগীর হোসাইন এর সাথে তার ব্যাবহারকৃত  মুঠোফোনে জানতে চাইলে, তিনি সকল অভিযোগ মিথ্যে, বানোয়াট,এসময় তিনি আরো বলেন,আমি দুবাই আলমগীর প্রতি মাসে গরীব এতিম মিসকিনদের ২-১ লাখ টাকা দান করে থাকি এসব আমাকে হয়রানী করার উদ্দেশ্য, আমাকে সমাজে হ্যাও প্রতিপন্ন করার উদ্দেশ্য প্রণীত ভাবে করা হয়েছে বলে তিনি দাবী করেন।

    পরবর্তী সংখ্যায় আমাদের সাথেই থাকুন পর্ব-১

    আরও খবর

    মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা করোনায় আক্রান্ত 

    লালমনিরহাটের ভোটমারী  ইউনিয়নে ভূমি দস্যুদের বিরুদ্ধে ভূমি মালিকদের মানববন্ধন

    কুমারখালীতে ৮টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর 

    লকডাউনে সহায়তা নয়,মুক্তভাবে পূর্বের কর্মস্থলে ফিরতে চায় রংপুরের শ্রমিকরা।

    সুজানগরে বন্য প্রাণী ও পাখি সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা

    নতুনভাবে চট্টগ্রাম সিটিকে গড়‌তে সক‌লের সহ‌যো‌গিতা চাই: রেজাউল ক‌রিম চৌধুরী মো: শাহজালাল রানা: চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে আবা‌রো মাদক সন্ত্রাস ও জুয়ার বিরু‌দ্ধে ক‌ঠোর অবস্থা‌নের কথা জানা‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী। তি‌নি গতকাল ২৭ জানুয়ারী বুধবার অনু‌ষ্ঠিত চ‌সিক নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ম‌নোনয়‌নে‌ নৌকা প্রতী‌ক নি‌য়ে প্রতিদ্ধ‌ন্ধিতা ক‌রে মোট ৩৬৯২৪৮ ভোট পে‌য়ে ‌নিকটতম প্রতিদ্ধন্ধী ধা‌নের শীষ প্রতী‌কের ডাঃ শাহাদাৎ হো‌সেন‌কে ৩১৬৭৬৯ ভো‌টের ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে আগামী পাঁচ বছ‌রের জন‌্য চট্টগ্রাম সি‌টি মেয়র নির্বা‌চিত হন। আজ ২৮ জানুয়ারী বৃহস্প‌তিবার সকা‌লে বহরদারহাটস্থ রেজাউল ক‌রিম চৌধুরীর বাসভব‌নের‌ সাম‌নে মহানগর আওয়ামী লী‌গের প্রধান নির্বাচনী কার্যাল‌য়ে উপ‌স্থিত নেতাকর্মী ও বি‌ভিন্ন সংবাদ মাধ‌্যমের প্রতি‌নি‌ধি‌দের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রে সকল‌কে ধন‌্যবাদ জানান। এসময় তি‌নি তাঁর পক্ষ থে‌কে চট্টগ্রাম মহানগরীর সকল মানু‌ষের প্রতি শু‌ভেচ্ছা বার্তা ও ধন‌্যবাদ পৌঁ‌ছে দি‌তে সংবাদ মাধ‌্যমের প্রতি বিনীত আহ্বান জানান। সংবাদ মাধ‌্যমের প্রতি ব্রিফিং প্রদান কর‌তে‌ তি‌নি গি‌য়ে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমানসহ পঁচাত্ত‌রের ১৫ আগ‌ষ্টে ঘাত‌কের বু‌লে‌টে নির্মমভা‌বে নিহত তাঁর প‌রিবার প‌রিজন, জেলহত‌্যার শিকার জাতীয় চার‌নেতা ও মহান মু‌ক্তিযু‌দ্ধে আত্ম‌েৎেসর্গকারী বীর মু‌ক্তি‌যোদ্ধা, বীরাঙ্গনা ও লা‌খো শহীদের প্রতি শ্রদ্ধা জা‌নান এবং মেয়র প‌দে ম‌নোনয়ন দি‌য়ে চট্টগ্রা‌মের মানু‌ষের কল‌্যা‌নে ব‌্যাপক প‌রিস‌রে কাজ করার সু‌যোগ দেওয়ায় নিজ রাজ‌নৈ‌তিক দল আওয়ামী লী‌গের সভাপ‌তি বঙ্গবন্ধুকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা ও ম‌নোনয়ন বো‌র্ডের প্রতি কৃতজ্ঞতা ও ধন‌্যবাদ জা‌নি‌য়ে উন্নয়‌নের অগ্রযাত্রায় আস্থার প্রতিফলন ঘটা‌নোর প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন। চট্টগ্রাম মহানগরীর নানা সমস‌্যা সমাধা‌নের ব‌্যাপা‌রে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন সম‌ম্বিত প্রয়া‌সে জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত, মাদক-সন্ত্রাস ও জুয়ামুক্ত, নিরাপদ, প‌রিচ্ছন্ন, প‌রি‌বেশবান্ধব, প‌রিক‌ল্পিত, সমৃদ্ধ, পর্যটন রাজধানী হি‌সে‌বে চট্টগ্রাম‌কে গ‌ড়ে তুল‌তে নিরলস কাজ করার কথা ব‌লেন এবং এ কা‌জে সর্বমহ‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। স্বচ্ছতার সা‌থে প‌রিচালনার অংগীকার নি‌য়ে সি‌টি ক‌র্পো‌রেশ‌নের কাজ‌কে শতভাগ ডি‌জিটালাই‌জেশ‌নের উ‌দ্যোগ নেয়ার কথাও ব‌লেন তি‌নি। তি‌নি আ‌রো ব‌লেন, নির্বাচনী ইশতেহার‌কে সাম‌নে রে‌খেই এর পূর্ণ বাস্তবায়‌নে আ‌মি সর্বদা আপনা‌দের সা‌থে নি‌য়ে কাজ ক‌রে যাব। দীর্ঘ‌দিন লাগাতার প্রচারণায় ক্লান্ত নেতাকর্মীরা ভো‌র বেলা বিজ‌য়ের বার্তা নি‌য়ে ঘ‌রে গে‌লেও সকাল দশটা থে‌কে আবা‌রো দ‌ফে দ‌ফে নতুন মেয়‌রের বাসা‌ভিমুখী কর্মী সমর্থক‌দের ঢল নাম‌কে থা‌কে। এসময় তারা প্রিয় প্রার্থীর বিজ‌য়ের খুশী‌তে উল্লাশ প্রকাশ ক‌রেন এবং তাঁ‌কে ফু‌লে ফু‌লে অ‌ভি‌সিক্ত ক‌রেন। অ‌ভিনন্দন জানা‌তে আসা নেতাকর্মী ও শুভানুধ‌্যায়ী‌দের প্রতি ধন‌্যবাদ জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, অ‌ভিনন্দন নয় সহ‌যো‌গিতা হাত নি‌য়ে পা‌শে থাকা চাই। নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে রাখা বক্ত‌ব্যে তি‌নি আ‌রো ব‌লেন, বিশাল জন‌গোষ্ঠী নি‌য়ে বিস্তীর্ণ চট্টগ্রাম মহানগ‌রে সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচন কর‌তে গি‌য়ে কিছু অন‌ভি‌প্রেত ঘটনা হয়‌তো ঘ‌টে যায়। কোন প্রকার উস্কানীতে উত‌্যক্ত না হ‌য়ে ধর্য‌্য ধারন ক‌রে নির্বাচন কার্যক্রম প‌রিচালনার জন‌্য সকল‌কে ধন‌্যবাদ। আগামী‌তেও অসীম ধর্য‌্য নি‌য়ে নির্বাচনী ইশ‌তেহার বাস্তবায়‌নে নেতাকর্মীরা পা‌শে থাক‌বেন ব‌লে আ‌মি আশাবাদী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌সির উ‌দ্দিন, সহ সভাপ‌তি এড‌ভো‌কেট ইব্রা‌হিম হো‌সেন বাবুল, আলতাফ হো‌সেন বাচ্চু, সাংগঠ‌নিক নোমান আল মাহমুদ, শ‌ফিক আদনান, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক শম‌সের আলী, সাংস্কৃ‌তিক সম্পাদক আবু তা‌হের, তথ‌্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক ম‌শিউর রহমানসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউ‌নিট আওয়ামী লীগসহ অঙ্গসহ‌যোগী সংগঠ‌নের অগ‌নিত নেতাকর্মীরা এ সময় ‌সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন। এ ছাড়াও সারা‌দিন বি‌ভিন্ন ওয়ার্ড থে‌কে নব‌নির্বা‌চিত কাউ‌ন্সিলবৃন্দ পৃথক পৃথক ভা‌বে নতুন মেয়র এম রেজাউল ক‌রিম চৌধুরীর সা‌থে সাক্ষাৎ ক‌রে শু‌ভেচ্ছা বি‌নিময় ও ফু‌লেল অ‌ভিনন্দন জানান।

                       

    জনপ্রিয় সংবাদ