প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৪১:২১ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-জীবন যদি বলী হয়
লেখকঃ শিহাব আহম্মেদ
শেষ পর্যন্ত নতুন গল্পের পুরনো অধ্যায় তুমি
আর তোমার গল্পে তো অন্য কারো বসবাস!
উড়তে উড়তে যে নীল আকাশে হারিয়ে যাও,
অলিখিত কোন বিমোহিত উপন্যাসের চরিত্রে।
ভোরের সূর্যোদয়ের মতো স্নিগ্ধ আখি খোলে
অপলক দেখি দূর থেকে স্বপ্নেরা ছুটে আসে!
ভালোবাসার প্রতিধ্বনি শুনি চারিদিক থেকে,
নিষ্ঠুর তুমি কখনো ফিরে চাওনি আমার তরে!
আমি ভীষণ শিহরিত হই হৃদয়ের বাধঁন খুলে
কতটা ভালোবাসলে পুরোপুরি আমার হতে!
যৌবনের নশ্বর ডানায় উষ্ণ আলিঙ্গনের স্পর্শ,
হৃদয়ের ক্ষত শুকায়নি অরণ্যের সবুজ শোকে!
আপন হৃদয় বিসর্জন দিয়ে মরিতে সাধ হয়,
কিন্তু কোন কপালপোড়ার প্রেমে পড়ে নয়!
সত্য ও সুন্দরের পথে এই জীবন যে বলী হয়,
আমি একবার নয় বারবার চাই মরিবার জয়!