• Uncategorized

  জীবননগর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ১:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

  নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গাঃ

  মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে চুযাডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ১১টি বিট পুলিশিং কার্যালয় থাকবে।

  বৃহস্পতিবার (৬ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় জীবননগর থানা পুলিশের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে মনোহরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মনোহরপুর ইউনিয়ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল।

  এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ