প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ১১:১০:০৫ প্রিন্ট সংস্করণ
মো: রাশেদুল ইসলাম ( রাশেদ)
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান,
চুয়াডাঙ্গা জেলাকে মাদক ও জুয়াড়িমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জাহিদুল ইসলামের দক্ষ দিকনির্দেশনায় একের পর এক মাদক ব্যাবসায়ীও জোয়াড়িকে গ্রেফতার করে চলেছে তারই ধারাবাহিকতায় জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
এস.আই মোঃ বাবুল হোসেন, এস.আই মোঃ আমির হোসেন, এস.আই ফঁকির ফেরদৌস, সহ এ.এস.আই খোন্দকার হুমায়ন, এ.এস.আই মোঃ কামরুজ্জামান, এ.এস.আই মোঃ আহসান হাবিব, এ.এস.আই আহসান কবির, এ.এস.আই মোঃ আব্দুস ছালাম,এ.এস.আই মোঃ সোহেল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সেনেরহুদা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ষ্টেশন পাড়া হইতে ৭জন জুয়াড়ি গ্রেফতার ও তিন পেডি তাস সহ ছয় হাজার দুই শত বিশ টাকা জব্দ করেন জীবননগর থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায় আটককৃতরা হলেন সেনেরহুদা গ্রামের পিতা মৃত খুনকারের ছেলে মোঃ বাবু (৪৫), পিতা মৃত রুস্তম আলীর ছেলে মোঃ শাহাজান (৪৯), পিতা মোঃ তুফানের ছেলে মোঃ হারুন (৩০), পিতা মোঃ কাশেম শেখের ছেলে টিটু (২৭), পিতা মোঃ জামাল হোসের ছেলে মোঃ সেলিম উদ্দিন (৩০), পিতা মোঃ সাবান আলীর ছেলে মোঃ মহিদুল ইসলাম (২২),পিতা শ্রী শম্ভু দাসের ছেলে শ্রী রিপন দাস (২৪), জুয়াড়ি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।