প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫৩:২৪ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন জীবননগর চুয়াডাঙ্গাঃ
আজ ২০/০৯/২০২০ইং তারিখ রোজ রবিবার জীবননগর থানার এস আই মোঃ মহাসিন আলী, এ এস আই মোঃ কামরুজ্জামান, এ এস আই আহসান হাবিব, এ এস আই আহসান কবির সঙ্গীয় ফোর্সসহ ১৭ঃ১৫ ঘটিকার সময় দত্তনগর রোডে মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করেন। অভিযানে দত্তনগর রোড হইতে ৪১ লিটার চোলাই মদসহ দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করে। আসামী দ্বয় ১। মোঃ মোমিন সরকার (৩০), পিতা: মোঃ ওলিয়ার সরকার, সাং-নতুন তেতুলিয়া (০৯ নং ওয়ার্ড), ২। মোঃ হোসেন আলী @ সালমান (৩৫), পিতা: মৃত: আঃ মান্নান, সাং- লক্ষীপুর ব্রিজ পাড়া (০৫ নং ওয়ার্ড), উভয়ই জীবননগর পৌরসভা, থানা: জীবননগর, জেলা: চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।