প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২০ , ২:৩৪:০০ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন -জীবননগর চুয়াডাঙ্গাঃ
আজ ০৭/০৯/২০২০ ইং রোজ সোমবার জীবননগর – চুয়াডাঙ্গা রোডের পেয়ারা তলায় দুপর ০৩ঃ০০ থেকে ৫ঃ০০ টা পর্যন্ত জীবননগর উপজেলার, উপজেলা নির্বাহি অফিসার মুমিন লিংকন মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন ।
ড্রাইভিং লাইসেন্স না থাকা, নিয়মিত ড্রাইভার না দিয়ে সহকারী কে দিয়ে ট্রাক চালানো ,প্রয়োজনীয় কাগজপত্র না রাখা ও অতিরিক্ত গতিতে গাড়ি চালনা সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ টি মামলায় ২৫জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয় ও সতর্ক করা হয় ।
এসময় জীবননগর থানাপুলিশ ও বেঞ্চ সহকারী সহযোগিতা করেন।
#এ অভিযান অব্যাহত থাকবে।