• Uncategorized

  জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন

    প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৩:৪৬:৪০ প্রিন্ট সংস্করণ

  নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গা রিপোর্টার:

  আজ ১৫ ই আগস্ট  জীবননগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

  এখানে করোনায় আক্রান্ত রোগীদের জন্য রয়েছে ভিআইপি ক্যাবিনসহ ৮টি বেড। যার নিচ তলায় রয়েছে ৪টি বড় সিলিন্ডার এবং অক্সিজেন সরবরাহ লাইনের মাধ্যমে ৩য় তলায় বেড ও ভিআইপি ক্যাবিনে ফ্লো-মিটারের মাধ্যমে রোগীর প্রয়োজনে সহজেই অক্সিজেন ব্যবহারের ব্যবস্থা।

  সব সময় মজুদ করে রাখা হয়েছে চাহিদার চেয়ে অতিরিক্ত ৪টি সিলিন্ডার সাধারন রোগীদের জন্য। এলাকার স্থানীয় করোনায় আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন হাই ফ্লো অক্সিজেন প্লান্টের মাধ্যমে।

  বি এন্ড টি গ্রুপের চেয়ারম্যান ইন্জিনিয়ার মকলেচুর রহমান টিপু  বলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো-অক্সিজেন প্লান্ট স্থাপনের মূল লক্ষ্য, উপজেলার সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। যাতে করে কোন ব্যাক্তি করোনায়া আক্রান্ত হলে এখানে নিরাপদে চিকিৎসা নিতে পারে।

  উদ্বোধনরে সময় আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মুনিম লিংকন,  T H A ডাঃ জুলিয়েট পারউইন, জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিপ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সহ অনেকে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ